পথ শিশুদের মানবিক অধিকার

দেশ এখন অনেক এগিয়ে। শুধু কি তাই বিশ্বের বুকে আমরা বর্তমানে বিশেষ স্থান দখল করে আছি। বেকারের সংখ্যা কমতে শুরু করেছিলো। বিভিন্ন আয়ের পথ সুগম হচ্ছিলো। হঠাৎই করণার কালো ছোবলে সব ওলট পালট। শহরের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো আজ দৈত মৃত্যুর ছোবলে। হয় মরতে হবে নয় মরতে হবে। করণার ছোবলে হোক আর না খেয়েই হোক। প্রত্যেক মানুষ আজ নিজেকে নিয়ে  ব্যস্ত।  এতকিছুর মধ্যে আর সেই পথশিশুদের নিয়ে ভাবার সময়তো আর নেই। মনে হয় ৩য় মৃত্যু আবার হাতছানি দিয়ে ডাকছে। মনটা হুহু করে কেঁদে ওঠে। এরা বাচলে সমাজ বাজবে যে, এরা মরলে মরবো আমরা, বেড়ে যাবে দুষ্টু লোকের আগ্রাসী শাসন। বেড়ে ওঠা একটা ফুলেল শিশুটাই পথের কাঁটা হয়ে দাড়াবে। এগিয়ে গেলাম স্কুল প্রতিষ্ঠার নেশায়। কেননা বিদ্যা যে এদের খুবই জরুরী। কিন্তু সমাজের কালো ছোবল শুধু কেড়ে নিতে চায়। কেড়ে তো নিলোই শেষে। শেষ করলাম স্বর্ণালী ক্যারিয়ার। এখন জবে ঢুকেছি বেশ কিছুদিন দিন হলো। ব্যস্ততায় কেটে যায় ক্ষণ। মাঝে মাঝে মনের দুয়ারে উঁকি দিয়ে যায়- আমি কি সত্যিই ঠিক করলাম। নাকি নিজের জন্য ওদেরকে শেষ করে দিলাম। মাঝে মাঝে চাঙ্গা হয়ে উঠি। আবার পারিবারিক, সামাজিক ও গোত্রীয় চাপে ঘুমিয়ে পড়ি। কেননা ওটা নাকি আমার বিষয় না। জব, সংসার খাওয়া দাওয়া আড্ডা আর ঘুমে মোর কেটে যায় সব বেলা। কিন্তু প্রত্যেক একাকিত্ব মুহুর্তে মনের প্রতিচ্ছিতে মন দুয়ারী ডাক দিয়ে যায় উঠে যারে পথিক তুই জাগলে যেগে ওঠবে সব।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন