নতুন বছরের কবিতা

একমুঠো স্বপ্ন

হাসান আনোয়ার


একমুঠো স্বপ্ন বিলাসের কামনায় 

জীবন পথিকের সে কি দৌড়!

মাঝে মাঝে শরীর থেমে যায়

অন্তরাত্মা মরে না সে দূর্বার।

 

যেখানে আশা নেই সে প্রাসাদ গড়েে

উল্টো স্রোতের মৎসের মত।

সাম্রাজ্যের বিশাল সমারোহ তার

গতিময় ভাবে সংগ্রামী বিজেতা সে।

 

স্বপ্ন বিনষ্ট হয় তাতে কি- সেইতো কারিগর,

নবধামে চলে নব ঘর রচনায়।

পিঁপীলিকার পিলপিল চলার মতো

গতি তার মন্থর হলেও আশাবাদী।

 

কর্মের আর ভাগ্যের দ্যোতনায় 

পথিক পথ পাবেই -কেবল সময়ের দাবি।

মেঘে হারিয়ে যাওয়া রবির মত

আধাঁর কাটিয়ে  আলোর বিচ্ছুরণ।

 

সংগ্রাম আর জীবন এতো একই অঙ্গে 

দুঃখের চাদর যখন আবৃত করে রাখে।

সময়টাই শুধু পার করতে হয় কষ্ট  করে 

কিছু পাওয়া যাক আর না যাক গতিময়তায় সময়তো বয়ে যাবে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন